৪৬ বছরে প্রথম বিদেশি ছাড়া ঢাকা লিগ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট মাঠে গড়াবে ১৫ মার্চ। এবারের লিগে থাকবে না বিদেশি ক্রিকেটারদের অংশ গ্রহণ। ৪৬ বছরে এই প্রথম এই নিয়ম থাকছে।

এ ছাড়া পরিবর্তন রয়েছে বেশ কিছু। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি উঠে গিয়ে আগের মতো উন্মুক্ত দল বদল ফিরে আসছে। দলবদল হবে মার্চের ৩, ৪ ও ৫ তারিখে। সে সময়টায় জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত থাকবে জাতীয় দল।

এবার সুপার লিগে ওঠা দলগুলোকে নিয়ে লিগ শেষ হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ছয় দলের এ আসর হবে লিগভিত্তিক। তবে সুপার লিগে সুযোগ না দলগুলোর খেলোয়াড়দেরও সুযোগ থাকছে এ লিগে খেলার। ক্লাবগুলো চাইলে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে দলে নিতে পারবে।

বিকেএসপি ও মিরপুরের মাঠ না পাওয়ায় এবার প্রথম তিন রাউন্ডের খেলা হবে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কক্সবাজার ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

আর এ কারণে ক্লাবগুলো যাতায়াত খরচ সম্পূর্ণ বহন করবে বিসিবি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর