হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত-দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান :অধ্যক্ষ আসাদুল হক

হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ-সামগ্রী পাঠানোর আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ আসাদুল হক।এতে বলা হয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অব্যাহত ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় দেশের হাওর অঞ্চল বিশেষ করে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, বি-বাড়িয়া, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বন্যায় ধানসহ বিভিন্ন ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদী পশু, মাছ, হাঁস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা নিঃস্ব হতে চলেছে। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। এছাড়াও সমাজের বিত্তবানদের প্রতি মসজিদ ত্রাণ তহবিলে সাধ্যমতো দান করার বিশেষ অনুরোধ করা হয় বিবৃতিতে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর