রাশিয়ার সংবিধান পরিবর্তনের ভোট ২২ এপ্রিল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ রাশিয়ার সংবিধানের পরিবর্তন আনার বিষয়ে রাশিয়ানদের মতামত দেয়ার জন্য ভোট গ্রহণে সম্মত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যার জন্য চলতি বছরের ২২ এপ্রিল ভোট গ্রহণে সম্মত হয়েছেন পুতিন।
রাশিয়ান সংবাদ সংস্থা ইন্ট্যারফাক্স’র বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রাশিয়ান আইন প্রণেতা পাভেল ক্রশেনি্নিকভের উদ্ধৃতি দিয়ে ইন্ট্যারফাক্স জানায়, সংবিধান পরিবর্তনে নাগরিকদের মতামত নেয়ার জন্য ভোট গ্রহণের প্রস্তাবে রাজি হয়েছেন পুতিন।

চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার সংবিধানে আমূল পরিবর্তন আনার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই কাজ সহজ করে দিতে পদত্যাগ করেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ। এছাড়া ভেঙে দেয়া হয় দেশটির পার্লামেন্ট।

দেশটির সংবিধানের পরিবর্তনের সময় একটি প্রস্তাবনা দেন পুতিন। আর ওই প্রস্তাবনা থেকে জানা যায়, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর পুতিনের ক্ষমতা আরো বাড়িয়ে দেয়ার জন্য সংবিধানে সুযোগ থাকতে হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর