ভেট্টরির অবসরের সুফল নিচ্ছেন স্পিনাররা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ চার দিনেই জিম্বাবুুয়ের বিপক্ষে টেস্ট শেষ। আজ সন্ধ্যায় সিলেটে রওনা হবে ওয়ানডে দল। তাই ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফদের রয়েছে বিশ্রামের সুযোগ। তবে দৈনিক চুক্তিতে নিয়োগ পাওয়া বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিকে কাজে লাগাচ্ছে বিসিবি। হঠাৎ করে টাইগারদের স্পিন শক্তিতে যে ভাটা পড়েছে তাতে জোয়ার আনতেই এ পদক্ষেপ বোর্ডের। এরই মধ্যে স্পিনারদের একটি তালিকা করে দিয়েছেন নির্বাচকরা। যেখান থেকে ৪ জন গতকাল মিরপুর শেরেবাংলায় কাজ করেছেন এই স্পেশালিস্ট স্পিন কোচের সঙ্গে। জাতীয় দল থেকে বাদ পড়া নাজমুল ইসলাম অপু ছাড়াও ছিলেন তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিল্পব, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের হাসান মুরাদ ও এইচপি দলের তানভির ইসলাম।

আজ সিলেট যাওয়ার আগে ৫/৬ জন স্পিনার নিয়ে কাজ করবেন বলে জানিছেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। স্পিনারদের নিয়ে কাজ শেষে ভেট্টরি বলেন, ‘বাংলাদেশ দলে যেসব তরুণ স্পিনার আসছে তাদের সম্পর্কে ধারণা হচ্ছে। অনূর্ধ্ব-১৯ দলে থাকা কয়েকজনের খেলা টিভিতে দেখেছি। শুধু আন্তর্জাতিক ক্রিকেটার না, উঠতি স্পিনারদের সঙ্গেও নেটে আলাপ হচ্ছে। তারা খুবই অভিজ্ঞ; ওহ দুঃখিত তারা খুবই স্কিলড। তাদের স্কিল লেভেল দেখাটা প্রশান্তির।’

টাইগার স্পিন কোচ তরুণদের প্রতিভা নিয়ে উদাহরণ হিসেবে সামনে আনেন নাঈম হাসানকে। তিনি বলেন, ‘আপনি নাইম হাসানকে দেখতে পারেন। ২ বছর আগে সে অনূর্ধ্ব-১৯ দলে ছিল। এই সময়ে সে নিজেকে কতটা ডেভেলপ করেছে, কতটা স্কিলফুল সে। আমি খুবই ভাগ্যবান এমন ভালো মানের স্পিনারদের সঙ্গে কাজ করতে পারছি। যত দিন যাবে তারা তত অভিজ্ঞ হবে, তারা বুঝতে পারবে আরো বেশি ভালো করতে তাদের কি করতে হবে। কীভাবে পারফর্ম করতে হবে তা অবশ্য বেশিরভাগই জানে।’

মুরাদ ও তানভির কে নিয়ে ভেট্টোরি বলেন, ‘তারা বেশ ভালো বল করে। নেটে বল করা আর ম্যাচে বল করাটা ভিন্ন। নেটে তাদের সঙ্গে কাজ করে তাদেরকে মাঠে খেলতে দেখাটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার উদ্দেশ্য তাদের স্কিল ও শক্তির জায়গা দেখা।’ ভেট্টোরি বিশ্বাস করেন এই স্পিনারদের ভালো করার আশা শতভাগ। তিনি বলেন, ‘এদের ভালো করার সম্ভাবনা শতভাগ। তারা তরুণ, স্পিনাররা ম্যাচিউর হয় তাদের বয়স যত বাড়ে তত। নাইমের মতো অনেকে অবশ্য আছে যারা এতো অল্প বয়সেই ভালো করে। তাইজুল, মিরাজরাও এখনো তরুণ; ওহ, তাইজুল বেশ বয়স্ক (হাসি)। মিরাজও বেশ তরুণ। তারা সবাইই খুব ট্যালেন্টেড, এবং তারা কেবল ভালোই করতে পারে।’
অন্যদিকে ভেট্টরির সঙ্গে কাজ নিয়ে আমিনুল ইসলাম বিল্পব বলেন, ‘ভালো আমাদের জন্য তার কাজ করার সুযোগ পাওয়া। আজ আমার বোলিং দেখেছেন। কালও কাজ করবো। নিজের যে সমস্যা আছে সে গুলো নিয়ে কথা বলবো।’
আজ স্পিনারদের মধ্যে সানজামুল ইসলাম ও আশরাফুল ইসলাম যোগ হবেন ভেট্টরির সঙ্গে কাজে। এ নিয়ে কায়সার বলেন, ‘আজ (গতকাল) যে ৪ জন করছেন তাদের সঙ্গে আরো দুই বা তিনজন যোগ হবে আজ। আসলে সবাই দূরে দূরে। তাই তালিকায় থাকা সবার সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি। ভেট্টরিও অল্প সংখ্যাক স্পিনারদের নিয়ে কাজ করতে। এতে ওর জন্য সুবিধা হবে। আজ শেষ হয়ে যাচ্ছে। আবার যখন তার সময় হবে কাজ করবে।’

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর