আজকে ধাঁধা ২৮ ফেব্রুয়ারি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের দুটি ধাঁধা-

১. ঘরের চালে এটি কবুতর বসে আছে। এক ঝাঁক কবুতর চালের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। চালের উপর বসে থাকা কবুতর জিজ্ঞাসা করলো, ‘তোরা কতো জন?’

ঝাঁকের এক কবুতর উত্তর দিলো, ‘আসছি যতো, আসবে ততো, তার অর্ধেক, তার পাই, তোরে লইয়া আমরা শত ভাই।

আপনারা কি বলতে পারেন ঝাঁকে কতোগুলো কবুতর ছিলো?

২. এক মহিলা খেয়া পার হওয়ার জন্য খেয়া ঘাটে গেল। মাঝিকে বলল, ‘ভাই আমাকে পার করেন।’ মাঝির উত্তর, ‘এক আনা লাগবো।’ মহিলা বলল, ‘আমার কাছে কোন পয়সা নাই।’ মাঝি বলল, ‘তবে তোমার স্বামীর নাম বলো।’ মহিলার ঝটপট উত্তর, ‘তিন তেরো দিয়া বারো নয় দিয়া আইনা পূরণ করো, এইটা আমার স্বামীর নাম, এইবার মাঝি পার করো।’

মহিলা ঠিকই নদী পার হলো। আপনারা কি বলতে পারবেন তার স্বামীর নাম।

গতকালের ধাঁধাগুলোর উত্তর-

১. ‘উপর থেকে পড়ল বুড়ি

কাথা-কম্বল লইয়া,

ভাসতে ভাসতে যায় বুড়ি কানাই নগর দিয়া।’

উত্তর: তাল

২. ‘উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলে কেবল ঘুরি।’

উত্তর: বাশপাতা

৩. ‘উপরে তিতা ভিতরে মিঠা,

লেবুর দলে বাস।

এই কথাটি বলতে গেলে

লাগে তিন মাস।’

উত্তর: জাম্বুরা

৪. ‘উপরে চাপ নিলে চাপ, মধ্যিখানে চেরোয় সাপ।’

উত্তর: জিহ্বা

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর