1.q7+6=13 সূত্রের ব্যাখ্যা দিলেন মুফতি ইব্রাহীম

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ইসলামী বক্তা মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহীম সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস সম্পর্কে বক্তব্য দিয়ে তৈরি করেছেন নানামুখী বিতর্ক। তিনি দাবি করেছেন করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের সূত্রও তিনি জানেন, কিন্তু বলবেন না। তিনি শুধু সূত্রটি বলেন-  1.q7+6=13

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে শুরু করে। অবশেষে বিষয়টির ব্যাখ্যা দিলেন তিনি।

একটি গণমাধ্যমকে মুফতি ইব্রাহীম বলেন, (1.q7+6=13) এইটা একটা জটিল বিষয়। এইটার আলোকে ও (মামুন) চেষ্টা করতেছে কোনো ভ্যাকসিন আবিস্কার করা যায় কি না।  1 মানে আল্লাহ এক। এক আল্লাহর প্রতি ফেইথ থাকতে হবে।  ফেইথ যদি না থাকে ঈমান যদি না থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না। অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি অবিচল থাকতে হবে। qমানে কোরআন। q7 হলো কোরআনের সুরা ফাতিহার ৭টি আয়াত। এই ৭ টি আয়াত তো এমনিউ শেফা, ৭ বার সুরা ফাতিহা পড়লে যেকোনো রোগব্যাধি থেকে এমনিতেই মুক্তি আসে। এইটা বিশাল একটা সূত্র। এর অনেক ব্যাখ্যা আছে। আমাকে সে (মামুন) যে কথাগুলো বলেছে তা প্রত্যেকটি সায়েন্টিক বলে মনে হয়েছে। আমরা তো ওষুধ কম্পানিও না, সেইটা বানানোর মতো ক্ষমতাও নাই। সে যদি পারে ব্যক্তিগতভাবে তাহলে উপকার করার চেষ্টা করবে, এই আরকি…

মামুন মারুফের বরাত দিয়ে আপনি কথা বলেন, কে মামুন মারুফ? এমন প্রশ্নে তিনি বলেন, মামুন মারুফ ইতালিতে থাকে, সে বাঙালি কিন্তু ইতালি প্রবাসী। আমি তো তাকে চিনি না। আমার ভক্ত আছে এদেশে ১০-১৫ কোটি। আমি ২০ বছর ধরে মিডিয়াতে কাজ করি। বিটিভিসহ দেশের প্রায় সব টেলিভিশনেই কথা বলেছি। সে কারণে বাংলাদেশের প্রায় সব মানুষই আমাকে চেনে, মামুনও চেনে। মামুন আমার ফোন নম্বর যোগাড় করেছে বহু কষ্টে। আমি তো সবার ফোন ধরি না। পরে আমার পিএস সাহেবকে দিয়ে বহু কষ্টে আমার সাথে যোগাযোগ করেছে।

তিনি বলেন, মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম ধারণা করে। সেই ধারণা ভুল হতে পারে, সেটা আংশিক বা পূর্ণাঙ্গ সত্যিও হতে পারে। বিভিন্ন কারণ থেকে মানুষ কথা বলে কিন্তু এইসব তো রোখার সাধ্য নেই কারো। মানুষ নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর