করোনায় আক্রান্ত হয়ে রিয়ালের সাবেক সভাপতির মৃত্যু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেনসো সানজের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বরে ভুগছিলেন সানজ। গত মঙ্গলবার মাদ্রিদের ফান্দাসিওন জিমেনেস দিয়াস হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই শনিবার তার মৃত্যু হয় বলে টুইটার পোস্টে জানান তার ছেলে লরেনসো সানজ দুরান।

“এই মাত্র আমার বাবা মারা গেলেন।”

“এভাবে চলে যাওয়াটা প্রাপ্য ছিল না তার। আমার জীবনে দেখা তিনি অন্যতম একজন সাহসী ও কঠোর পরিশ্রমী মানুষ। পরিবার ও রিয়াল মাদ্রিদ ছিল তার আবেগের জায়গা।”

১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির সভাপতি ছিলেন সানজ। তার সময় ৩২ বছরের অপেক্ষা ঘুচিয়ে আবার ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) জিতে রিয়াল। সানজের সময়ে দুইবার এই শিরোপা জেতে রিয়াল। একবার জেতে লা লিগা।

সভাপতি থাকাকালে সানজ রিয়ালে রবের্তো কার্লোস, ক্লারেন্স সিডর্ফ ও ড্যাভর সুকারের মতো তারকা খেলোয়াড় চুক্তিভুক্ত করান।

মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান সানজ। তার ছেলে ডিফেন্ডার ফার্নান্দো চার বছর রিয়ালের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি লা লিগার শুভেচ্ছা দূত।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর