রাজধানীর শ্যামবাজার আড়তে অতিরিক্ত দামে পেঁয়াজ ও রসুন বিক্রি করায় দুই আড়তদারকে সাত লাখ টাকা জরিমানা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ রাজধানীর শ্যামবাজার আড়তে অতিরিক্ত দামে পেঁয়াজ ও রসুন বিক্রি করায় দুই আড়তদারকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে শ্যামবাজারে পাইকারি বাজারে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যামাণ আদালত।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, পেঁয়াজ ও রসুন ক্রয়মূল্যের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করেছেন অসাধু ব্যবসায়ীরা। ৩০ টাকার পেঁয়াজ ৬০ এবং ৬০ টাকার রসুন প্রতি কেজি বিক্রি করছেন ৯৫ টাকা করে। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে জনগণের পকেট কেটে বাড়তি মুনাফা করছেন। এসব অপতৎপরতা বন্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলেও জানানো হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর