২০০ কেজির হাঙ্গর দেখতে জনতার ভীড়

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বাজারে ২০০ কেজি ওজনের একটি হাঙ্গর বিক্রির জন্য নিয়ে আসা হয়। রোববার বিকেলে ট্রলারযোগে বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় উৎসুক জনতা ভীড় জমায়।

বন্দরের মাছ ব্যবসায়ী অলিউর রহমান জানান, পাশের ভোলা জেলার সালাউদ্দিন নামে এক জেলের জালে বঙ্গোপসাগরে ধরা পড়ে বিশালকৃতির এই হাঙ্গর। পরে বন্দরের মাছ ব্যাবসায়ি বাদল এটি ৩২ হাজার টাকায় কিনে রাখেন। হাঙ্গরটি কেটে কেজি হিসেবে স্থানীয়দের মাঝে বিক্রি করা হবে বলে জানান বাদল।

উপজেলার কালিশুরী ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক তাসলিমা বেগম জানান, হাঙ্গর সামুদ্রিক। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের প্রভাবে জলে-স্থলে উভয়ে লেগেছে। উপকুলে ভাগের দিকে বিচরণ বৃদ্ধি পাওয়ায় গভীর সমুদ্রের হাঙ্গর প্রায়ই ধরা পড়ছে জেলের জালে। মাছ হিসেবে ধরে এগুলো খাওয়া উচিত নয়। এতে জীববৈচিত্র্য  ধ্বংস হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর