করোনার কারফিউ নিয়ে আয়ুষ্মানের কবিতা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাস মোকাবেলায় রোববার ভারতজুড়ে পালিত হয়েছে ‘জনতা কারফিউ’। সেদিন বিকাল ৫টায় করোনা মোকাবেলায় সক্রিয়ভাবে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সম্মান জানাতে সবাইকে নিজ ঘরে বসে হাততালি দিতে বা ঘণ্টা-থালা বাজানোর অনুরোধ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে।  জনতা কারফিউ ও ঘণ্টা বাজানোতে উৎসাহ নিয়ে অংশ নিয়েছেন বলিউডের তারকারা।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে জনতা কারফিউ পালন এবং ঘণ্টা বাজানোর ঘটনা আয়ুষ্মান খুরানাকে বাকরুদ্ধ করে দিয়েছে। এ অভিজ্ঞতা তাকে দিয়ে একটি কবিতাও লিখিয়ে নিয়েছে। ‘আজ মেরে পাস কোই শব্দ নেহি হ্যায় (আজ আমার কাছে কোনো শব্দ নেই)’ বাক্যটি দিয়ে শুরু হয়েছে আয়ুষ্মানের কবিতা। নিজের বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে কবিতাটি আবৃত্তি করে নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।

ভিডিওর শুরুতে আয়ুষ্মান বলেন, ‘ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়ারা আজ বিকাল ৫টায় আমি যা দেখলাম, তা এক ঐতিহাসিক ঘটনা। আমি মনে করি এটা মানবিক বন্ধন, মানবিক উদ্দীপনার অসাধারণ এক উদাহরণ।’ এ বলে তিনি তার কবিতা আবৃত্তি শুরু করেন। কবিতার কয়েক লাইনের বাংলা অনুবাদ এমন—

আজ আমার কাছে কোনো শব্দ নেই

আজ আমার কাছে কোনো কবিতা নেই

আজ শহরের দূষণ একিউআইয়ের হিসাবে পঞ্চাশ

পশু-পাখিরা তাই আজ বেশ খোশমেজাজ

সব চিকিৎসককে জানাই প্রণাম…

আজ আমার কাছে কোনো শব্দ নেই।

আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ ইনস্টাগ্রামে তাদের ব্যালকনি থেকে হাততালি দেয়ার দৃশ্যের ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তাহিরা লিখেছেন, ‘এ ৫ মিনিট সুররিয়াল! আমি শুধু আমার পাশে থাকা আত্মীয়রা নয়, বরং সবার সঙ্গে একাত্মতা অনুভব করেছি। আমরা লাখ লাখ মানুষ এ ৫ মিনিটের আনন্দ সবাই একসঙ্গে ভাগ করে নিয়েছি। যে অন্ধকার আমাদের সবার জীবনকে ঢেকে দিতে চাইছে, তাকে পরাজিত করতে আমাদের মিলিত উদ্দীপনা প্রকাশিত হয়েছে এ ৫ মিনিটে। এ সংযোগই মানবতা। আমরা মানুষ ও আমরা এক! উই শ্যাল ওভারকাম।’

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর