যমুনায় পানি কমলেও বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সিরাজগঞ্জে গত তিনদিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও তা এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে। গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টায় আরও কমতে পারে বলে আজ সোমবার সকালে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, টানা ৯ দিন পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা কবলিত সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বানভাসি মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট এখনও পানির নিচে। পানিবন্দী রয়েছে পাঁচ উপজেলার অন্তত দেড় লাখ মানুষ।

বন্যার কবল থেকে বাঁচতে বাঁধ, উঁচু জায়গা ও  স্কুলে আশ্রয় নিয়েছে হাজার হাজার ভুক্তভোগী। এতে খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাবসহ চরম দুর্ভোগে পড়েছেন বানভাসি এসব মানুষ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর