পুরনো ঐতিহ্যে বার্সেলোনার নতুন জার্সি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কোভিড -১৯ মহামারির কারণে ইউরোপীয় ক্লাব ফুটবল কয়েক মাস বিলম্ব হওয়ায় ২০১৯-২০ স্প্যানিশ মৌসুমটি হয়তো শেষ হবে না। তবুও এরইমধ্যে বিশ্বব্যাপী উন্মোচন করা হচ্ছে বার্সেলোনার নতুন জার্সি।

গোল ডট কম’র এক প্রতিবেদনে বলা হয়েছে,  নতুন জার্সিতে রঙিন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০২০-২১ মৌসুমে নতুন ডিজাইনের জার্সিতে খেলবে বার্সেলোনা। সেই জার্সি গায়ে ফটোসেশনও করেছেন লিওনেল মেসিরা।

প্রতিবেদনে আরো বলা হয়, নাইকি গত ৬ জুলাই বার্সেলোনার হোম শার্টের সর্বশেষ সংস্করণ প্রকাশ করে। সাম্প্রতিক বার্সেলোনার হোম জার্সিতে আরো দুঃসাহসিক জ্যামিতিক নিদর্শনযুক্ত হয়েছে। তবে নতুন কিটটি কাতালান ক্লাবের সবচেয়ে সফল সময়কে শ্রদ্ধা জানাবে।

জানা গেছে, অনেকটা ১৯২০ সালের ডিজাইন ফিরিয়ে আনা হয়েছে আবার। হলুদ রঙের কলার থাকছে বৃত্তাকার। আর বিখ্যাত মেরুন-নীল রং তো থাকছে আগের মতোই।

তবে বার্সেলোনার এওয়ে জার্সির সম্পূর্ণ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে ২০১১-১২ এবং ২০১৩-১৪ মৌসুমে ক্লাবের দ্বিতীয় কিট দ্বারা অনুপ্রাণিত একরঙা জার্সি দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর