টাকারও গাছ আছে

ছোটবেলায় বড়দের কাছ থেকে অনেক বার শুনেছেন ‘টাকার কি গাছ আছে’ এক কথাটি। সত্যিই যদি টাকার গাছ থাকতো যে গাছে নাড়া দিলেই ঝরঝর করে পরবে টাকা। অবিসাশ্ব হলেও সত্য। এমনি একটি গাছের সন্ধান পাওয়া গেছে।
গাছটি নিয়ে বিস্ময়ের শেষ নেই।  আমেরিকার উডল্যান্ডে স্কটিশ হাইল্যান্ডের অরণ্যে মিলেছে কয়েনে আবৃত গাছ। স্কটিশ হাইল্যান্ডের অরণ্যে কয়েনে আবৃত গাছ দেখে প্রথমে অবাক হয়েছিলেন সবাই। পরে বিজ্ঞানী ও গবেষকদের যৌথ পর্যবেক্ষণ ও দীর্ঘ সময়ের নিরীক্ষণের পর বৈজ্ঞানিক ব্যাখ্যা ঠিক এই রকম স্কটিশ হাইল্যান্ডের মানুষ নিজের ইচ্ছাপূরণের জন্য ওই গাছে কয়েনকে পেরেকের মতো আটকে দিতেন। এটা বহু দিন ধরেই চলে আসছে। ‘ইচ্ছাপূরণ গাছে’র উল্লেখ ছিল ১৭ শতকের শেষের দিকেও। এমনকি ১৮৭৭ সালে রানি ভিক্টোরিয়াও এই গাছ দেখার কথা বলেছিলেন।
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর