সরকারের সঙ্গে আলোচনায় বসুন

সংসদে সংরক্ষিত আসনের জন্য সরকারের সঙ্গে সংখ্যালঘুদের আলোচনা বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী বলেছেন, ‘এটা এমন বিষয় না যে আমি বললাম হয়ে যাবে, আর হয়ে গেল। আপনাদের বলব মাইনরিটিদের জন্য সংসদে রিজারভেশন সিটের দাবি থাকলে সরকারের সঙ্গে আলোচনায় বসুন। জনমত তৈরি করুন।’

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

গওহর রিজভী বলেন, ‘আপনারা বলেন সংসদে আপনাদের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে। আমার কথা হলো- দেশে ১১ শতাংশ সংখ্যালঘুদের বসবাস। এই হিসেবে তো সংসদে আপনাদের ১১ শতাংশ সিট পেয়ে যাওয়ার কথা। কিন্তু এটা আপনারা পারছেন না কেন? কারণ আপনারা তৃণমূলে যেতে পারছেন না। তৃণমূল থেকে আপনারা আপনাদের প্রতিনিধি তৈরি করুন। তা না হলে আপনারা  ভোটের টিকেট পাবেন না।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কিউ. গোমেজ, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর