ঈদের বিকেলে বৃষ্টি হতে পারে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মৌসুমি বায়ুর প্রভাব না পড়লেও আজ বিকেলে রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বলেন, ঈদের দিন রাজধানীসহ সারা দেশে সহনীয় তাপমাত্রার পাশাপাশি বিকেলের পর হতে পারে হালকা বৃষ্টি। বৃষ্টিপাতের ধরণটা হবে হালকা থেকে মাঝারি ধরনের এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হবে।

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর