বড়লোকের বেটির সঙ্গে মোশাররফ করিম

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কয়েক দশক আগে পশ্চিমবঙ্গের গীতিকার রতন কাহারের লেখেন বিখ্যাত ‘গেন্দা ফুল’ বা ‘বড়লোকের বেটি লো’ গানটি। চলতি বছর বলিউড র‌্যাপার বাদশার রিমেকের কারণে আবারও আলোচনায় আসে এ গান। এবার ‘বড়লোকের বেটি’র কবলে পড়লেন মোশাররফ করিম।

‘বড়লোকের বেটি লো’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন তিনি। যেখানে নাম ভূমিকায় আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।

মূলত এ নাটকের মাধ্যমেই লকডাউনের পর কাজে ফেরেন তারা। মোশাররফ করিম জানান, নাটকটির গল্প খুব ভালো। তাই করোনার সময়ে যে অল্পসংখ্যক নাটক করেছেন, তার মধ্যে এটি। পুরো স্বাস্থ্যবিধি মেনে এর দৃশ্যায়ন হয়েছে।

নাটকটি লিখেছেন সোহেল নাহিদ। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

পরিচালক জানান, বাংলাভিশনে সোমবার রাত পৌনে ৮টায় প্রচার হবে ‘বড়লোকের বেটি লো

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর