নতুন দুটি ডিভাইস আনলো স্যামসাং

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং হাজির হলো গ্যালাক্সি নোটের নতুন সংস্করণ নিয়ে। তবে এবার বড় কোনো ইভেন্ট করে নয়, ভার্চুয়ালেই গ্যালাক্সি নোট ২০ ও গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফোন দুটি বাজারে আসবে আগামী ২১ আগস্ট।

গ্যালাক্সি নোট ২০

ডিভাইসটির ডিসপ্লে ৬.৭ ইঞ্চি লম্বা; আর এটির ভাঙনরোধে গরিলা গ্লাস ৫ দেয়া হয়েছে। এই ফোনে ৪৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেটাতে সাপোর্ট করবে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। পেছনে আছে ১২, ১২ ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। এর সঙ্গে আছে ৮কে ভিডিও ক্যামেরা। ফোনটির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস, র‍্যাম ৮ জিবি এবং স্টোরেজ ১২৮ জিবি।

গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা

৬.৯ ইঞ্চি লম্বা ফোনটির রেজুলেশন ১৪৪০ পিক্সেল। সেলফির জন্য রয়েছে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনে আছে ১০৮, ১২, ১২ ও ৮কে রেজুলেশনের ভিডিও ক্যামেরা। ফোনটির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস ও র‍্যাম ১২ জিবি। ডিভাইসটির ব্যাটারি ৪৫০০ এমএএইচের, যা সাপোর্ট করবে ৯ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর