স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক দুই সপ্তাহ পর নিজ পদে ভারপ্রাপ্ত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ এ কেমন কাণ্ড ঘটল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের পদত্যাগের পর গত ২৩ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রজ্ঞাপন মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খুরশিদ আলমকে। দুই সপ্তাহ পর গতকাল সেই প্রজ্ঞাপন আবার নতুন করে প্রকাশ করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

এখানে বর্তমান মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলমকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। উপসচিব শারমিন আক্তার জাহান ওই প্রজ্ঞাপনে সাক্ষর করেন। ব্যাপন এর ওপরে তারিখ ২৩ জুলাই ২০২০ লেখা আছে। তবে একেবারে নিচে ওই উপসচিবের সাক্ষরের সঙ্গে গতকাল রবিবার ৯ আগস্ট ২০২০ তারিখ দেওয়া আছে।

সাম্প্রতিক সময়ের নানা ঘটনায় বহুল আলোচিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ এমন ঘটনা দেখা দিয়েছে নতুন কৌতূহল।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর