(200227) -- BEIJING, Feb. 27, 2020 (Xinhua) -- A recovered patient (R) waves to medical staff of the temporary hospital, which applies traditional Chinese medicine (TCM) treatment to patients, in Wuhan, central China's Hubei Province, Feb. 26, 2020. TCM has been widely applied in treating infected patients as it has been proved effective in improving the cure rate. And the first batch of 23 recovered patients from this temporary hospital were discharged on Wednesday. (Xinhua/Shen Bohan)

সুস্থ হয়ে ফিরলেন এক কোটি ৫৩ লাখ মানুষ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত অদৃশ্য ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। তবে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৫৩ লাখ ৮৫১ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃস্পতিবার (২০আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৯৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৯৬৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৯৩১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৬০ হাজার ৪১৩ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১৮৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৫ হাজার ৮২২। এর মধ্যে মারা গেছেন ৫৩ হাজার ৯৯৪ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৭ হাজার ৩২১ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৯৮৯ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৬ হাজার ০৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৪২৩ জনের।

প্রাণঘাতী করোনার সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ০৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর