১১৮টি দেশে পাটপণ্য রপ্তানি হচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, বিশ্বের ১১৮টি দেশে বাংলাদেশে উৎপাদিত পাটপণ্য রপ্তানি করা হচ্ছে।
বুধবার  সংসদে সরকারি দলের সদস্য বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এসব পাটপণ্যগুলো হলো- মিনারেল ওয়েল ট্রিটেড অয়েলট্রিটেড হেসিয়ান কাপড় এবং ব্যাগ, হল-মিনারেল ওয়েল ট্রিটেড ও ভেজিটেবল অয়েলট্রিটেড স্যাকিং কাপড় এবং ব্যাগ, সয়েল সেভার বা জিও জুট, পাটের বিভিন্ন প্রকারের সূতা, সিবিসি এবং পাটের শপিং ব্যাগ।
সরকারি দলের সদস্য দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে বিজেএমসি’র পাটকলগুলোতে পাটপণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ২ লাখ ৫৬ হাজার ৪৬২ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা বিগত অর্থ বছরের তুলনায় ৭ হাজার ৭১৮ মেট্রিক টন কম। বাসস।
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর