৩০ সেপ্টেম্বর প্রাইমারি স্কুল খুলে দিচ্ছে পাকিস্তান

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ জানিয়েছেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে পাকিস্তানের সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। খবর ডন অনলাইনের।

ন্যাশনাল কমান্ড অপারেশনস সেন্টার- এনসিওসি’র সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. ফয়সাল সুলতান উপস্থিত ছিলেন।

ছয় মাস বন্ধ রাখার পর গত ১৫ সেপ্টেম্বর দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ খুলে দেয় পাকিস্তান সরকার। এরপর ২২ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক বিদ্যালয়ও খুলে দেয়া হয়।

শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ বলেন, অনেক গবেষণা ও পর্যবেক্ষণের পরই সরকার প্রাইমারি স্কুল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অভিভাবক, প্রশাসন ও শিক্ষককের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাইমারি স্কুলগুলো খুলে দেয়ার পর নিয়মিত করোনাভাইরাস পরিস্থিতি মনিটর করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর