উখিয়ায় দেড় লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কক্সবাজার-টেকনাফের উখিয়া উপজেলায় দেড় লাখ পিস ইয়াবাসহ মো: মিজান (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার দিবাগত মধ্যরাতে মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার বাইল্যাখালী সেতু এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি ব্লকে আশ্রিত বদি আমিনের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‌্যাবের কাছে খবর ছিল বাইল্যাখালী সেতু এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো: মিজানকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বস্তা থেকে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি ৫০ লাখ টাকা।

তিনি জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও আটক যুবককে উখিয়া থানার হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর