ফ্রান্সের মুসলিম নেতাদের আল্টিমেটাম দিলেন ম্যাক্রোঁ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের মুসলিম নেতাদের চরমপন্থাকে শক্তহাতে দমন করতে রাষ্ট্রীয় মূল্যবোধকে ধারণ করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

ব্রিটিশি গণমাধ্যম খবর বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এ জন্য তিনি মুসলিম নেতাদের ১৫ দিনের সময় বেঁধে দেন।

বুধবার ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্যা মুসলিম ফেইথের (সিএফসিএম) নেতাদের সঙ্গে বৈঠকে এ আল্টিমেটাম দেন তিনি।

সিএফসিএম নেতারা ফরাসি সরকারের এ নির্দেশনার বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে মসজিদের ইমামদের নিয়ে ন্যাশনাল কাউন্সিল অব ইমাম নামে একটি কমিটি গঠন করতে যাচ্ছেন।

গত এক মাসের মধ্যে দেশটিতে তিনটি সন্ত্রাসী হামলার পর ফরাসি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেছেন, ইসলাম একটি ধর্ম, এটি কোন রাজনৈতিক প্লাটফর্ম না। ইসলামের নামে এখানে বাইরের কোন দেশের স্বার্থ চরিতার্থ করা যাবে না।

স্থানীয় সময় বুধবার রাতে সিএফসিএমের ৮ মুসলিম নেতার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বৈঠক করেন।

বৈঠকের ব্যাপারে দেশটির ল্যা পারিসিন নামে পত্রিকার খবরে বলা হয়, ফরাসি মুসলিমদের কোনো ভাবেই ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না এবং বিদেশিদের প্ররোচনায় পরা যাবে না।

বৈঠকে ইমামদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর