ডেঙ্গুতে মেয়র জাহাঙ্গীরের মৃত্যু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ নড়াইল পৌরসভার মেয়র ও নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মেয়রের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেয়রের ব্যক্তিগত সহকারী ভিপি ইকবাল মঙ্গলবার রাত ১১টার দিকে মোবাইল ফোনে বলেন, ‘মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের অবস্থা ক্রিটিক্যাল। সবাই তার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। ডেঙ্গু জ্বরের লক্ষণ থাকায় ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্টে (পজিটিভ) ডেঙ্গু জ্বর ধরা পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে গত ১৮ নভেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে স্কয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।জাহাঙ্গীর হোসেন বিশ্বাস দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। গত বছরের ৩ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হন। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর