দেশপ্রেমিক বলে টুইট মুছে দিলেন ইভাঙ্কা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মার্কিন পার্লামেন্ট ভবনে হামলাকারী ট্রাম্প সমর্থকদের  ‘দেশপ্রেমিক’ উল্লেখ করে টুইটারে এক পোস্ট দিয়ে তা আবার মুছে ফেলেছেন ইভাঙ্কা ট্রাম্প। এই টুইটের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর এসেছে। ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট পুনরায় শেয়ার (রিটুইট) করে বুধবার ট্রাম্প-কন্যা লেখেন, ‘আমেরিকান দেশপ্রেমিকগণ- কোনো নিরাপত্তা লঙ্ঘন অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসম্মান গ্রহণযোগ্য নয়। সহিংসতা এখনই বন্ধ হতে হবে। দয়া করে শান্তি বজায় রাখুন।’ এই টুইট নিয়ে সমালোচনা শুরু হলে কিছুক্ষণ পরেই পোস্টটি ডিলিট করে দেন ইভাঙ্কা। তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সিএনএনের এক প্রতিবেদক স্ক্রিনশটটি টুইট করে লেখেন, ‘পরিষ্কারভাবে আপনি বলছেন এই লোকগুলো দেশপ্রেমিক?’ জবাবে ইভাঙ্কা ট্রাম্প লেখেন, ‘না। শান্তিপ‚র্ণ প্রতিবাদ হল দেশপ্রেমিক। সহিংসতা অগ্রহণযোগ্য এবং এর কঠোর সমালোচনা করতে হবে।’ সহিংসতায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ৫২ জনকে গ্রেফতার করেছে যাদের অধিকাংশই কারভিউ ভঙ্গ করার দায়ে গ্রেফতার হয়েছেন। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট কন্টি জানান, আইনশৃঙ্খলা বাহিনী দুটি পাইপ বোমা ও এক কন্টেইনার ভর্তি পেট্রোল বোমা উদ্ধার করেছে। সিএনএন, রয়টার্স।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর