নির্বাচনের আগের দিন কিশোরগঞ্জ বিএনপির নেতা আসফাক কারাগারে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের একদিন আগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে তাকে শহরের শোলাকিয়া এলাকার নিজ বাসা থেকে আটক করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে আমিনুল ইসলাম আশফাককে আদালতে সোপর্দ করা হয়। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় আমিনুল ইসলাম আশফাককে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দীক জানান, আমিনুল ইসলাম আশফাকের বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা নেই। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় তাকে আটকের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর