২০ বাংলাদেশি জেলেকে মারধর করে ছেড়ে দিয়েছে মিয়ানমার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় চারটি নৌকাসহ ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে মারধর করে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।

বুধবার সকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিলো। পরে জেলেরা নিজ এলাকা টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান।

তিনি বলেন, আমি টেকনাফের শাহপরীর দ্বীপের লোকজনের কাছে খবর নিয়ে জেনেছি রাতেই ওই জেলেরা ফিরে এসেছে। সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ-পূর্ব দিক থেকে তাদের ধরে নেয়া হয়েছিল। তাদের মারধর করার পর ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছে বলে আমি জানতে পেরেছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর এলাকা থেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। মারধরের শিকার জেলেরা সবাই শাহপরীর দ্বীপের বাসিন্দা।

এর আগে গত ১০ নভেম্বর নাফনদী মোহনা ও বঙ্গোপসাগর থেকে একটি মাছ ধরার নৌকাসহ ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। পরবর্তীতে বিজিবির তৎপরতায় গত ২৫ নভেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর