নৌকাডুবিতে কঙ্গোতে নিহত ৬০, নিখোঁজ কয়েকশ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আফ্রিকা মহাদেশের রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ বিকায়ি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭০০ জন যাত্রী ছিলেন। নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে এসে ডুবে গেছে।

জানা যায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ৩০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

দ্য গার্ডিয়ান বলছে, রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণেই ওই নৌকাটি দুর্ঘটনা কবলিত হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর