আজ সৌদি আরবে সিনেমা হল, জিম ও রেস্তোরাঁ খুলছে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সৌদি আরবে আজ রবিবার থেকে সিনেমা হল, জিম, রেস্তোরাঁ এবং খেলাধুলার কেন্দ্রগুলো খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। আরব নিউজের খবরে বলা হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অন্যান্য বিনোদনকেন্দ্রের মতো রেস্তোরাঁ, ক্যাফেগুলোর ইন্ডোর ডাইনিং খোলা যেতে পারে।

তবে পরবর্তী বিজ্ঞ প্তি না দেওয়া পর্যন্ত সব ধরনের ইভেন্ট ও পার্টি স্থগিত থাকবে। এর মধ্যে রয়েছে বিয়ে, করপোরেট সভা, বনভোজন হলগুলোর অনুষ্ঠান এবং সামাজিক ইভেন্ট। এছাড়া দেশটিতে সামাজিক সমাবেশগুলো সর্বোচ্চ ২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে ৩ ফেব্রুয়ারি থেকে দেশটির বিনোদনমূলক কার্যক্রম স্থগিত করেছিল সরকার। এরপর ২০ ফেব্রুয়ারি স্থগিতাদেশ ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছিল। করোনার বিস্তার ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থাগুলো মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল সৌদি সরকার।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর