ফেব্রুয়ারিতে মোবাইল গ্রাহক বেড়েছে ৩১ লাখ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৭৩ দশমিক ৩ মিলিয়ন। এর আগের মাসে জানুয়ারিতে এ সংখ্যাটি ছিল ১৭০ দশমিক ২ মিলিয়ন। অর্থাৎ ফেব্রুয়ারিতে এক মাসের ব্যবধানে গ্রাহক বৃদ্ধির সংখ্যা ৩ দশমিক ১ মিলিয়ন বা ৩১ লাখ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যমতে, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফেব্রুয়ারি শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ দশমিক ৩৯ মিলিয়ন। জানুয়ারি মাসে এ সংখ্যাটা ছিল ৭৮ দশমিক ১২ মিলিয়ন। দেশে তাদের গ্রাহকই সবচেয়ে বেশি।

ফেব্রুয়ারি শেষে রবি এজিয়াটার গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫১ মিলিয়ন। জানুয়ারি মাসে এ সংখ্যাটা ছিল ৫১ দশমিক ১২ মিলিয়ন।

ফেব্রুয়ারি শেষে বাংলালিংকতে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯২ মিলিয়ন। জানুয়ারি মাসে এ সংখ্যাটা ছিল ৩৫ দশমিক ৫৫ মিলিয়ন।

ফেব্রুয়ারি শেষে দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটকে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৩ মিলিয়ন। জানুয়ারি মাসে এ সংখ্যাটা ছিল ৫ দশমিক ৪১ মিলিয়ন।

বিটিআরসি জানিয়েছে, আগের মাসের তুলনায় ফেব্রুয়ারিতে দেশে ইন্টারনেট গ্রাহকও বেড়েছে। ফেব্রুয়ারি শেষে এ সংখ্যাটা ১১২ দশমিক ৭১ মিলিয়ন। জানুয়ারি মাসে যা ছিল ১১২ দশমিক ৫৫ মিলিয়ন। অর্থাৎ এক মাসের ব্যবধানে গ্রাহক বেড়েছে দশমিক ১৬ মিলিয়ন।

এর মধ্যে কেবল ইন্টারনেট ব্যবহারকারী ৯ দশমিক ৫২ মিলিয়ন। আর মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন ১০৩ দশমিক ১৯ মিলিয়ন মানুষ।

কমপক্ষে ৯০ দিনের মধ্যে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেছেন এমন ব্যক্তি হিসেব করে এই সমীক্ষা চালানো হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর