১৮৪ চীনা ওয়েবসাইট বন্ধ করলো সৌদি আরব

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সৌদি আরবে ১৮৪টি চীনা ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, এসব সাইটের মাধ্যমে ভেজাল ও নকল পণ্য বিক্রি করা হচ্ছিল। বৃহস্পতিবার (১১ মার্চ) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ডেইলি হান্ট। জানা গেছে, এসব সাইটে পণ্য ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই ক্রেতাদের। এমনকি বিক্রয়ত্তোর সেবাও দেওয়া হচ্ছে না। সৌদি কর্তৃপক্ষ এসব সাইটের সব তথ্যসহ এদের ব্লক করেছে দেশটিতে।

জনগণের প্রতি জানানো এক আহ্বানে কর্তৃপক্ষ বলেছে, বিশ্বাসযোগ্য দোকানের সাথে লেনদেন করুন। কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখে এসব ভূঁইফোড় সাইট থেকে পণ্য কিনবেন না।
এসব ওয়েবসাইটে অপেক্ষাকৃত কমদামে নকল ইলেকট্রনিক পণ্য, পারফিউম, ব্যাগ, জুতো, কাপড় ও কসমেটিক সামগ্রী বিক্রি করা হতো। এই প্রতারণার কথা জানতে পেরে সৌদি কর্তৃপক্ষ এক বিশদ তদন্ত শেষে সাইটগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর