শাল্লায় হামলা: প্রধান আসামি স্বাধীন গ্রেফতার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি যুবলীগ নেতা শহিদুল ইসলামকে (স্বাধীন মেম্বার) গ্রেফতার করেছে পিবিআই সিলেট।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান।

তিনি জানান, শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে স্বাধীনকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।

গত বুধবার হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার লুট হয়।

 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে।

 শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর