চিরনিদ্রায় কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জ পৌরসভার দুইবারের সাবেক মেয়র, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২০ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিশাল এই নামাজে জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন।

পরে শহরের বড়বাজার এলাকার পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

কিশোরগঞ্জ শহর আওয়ামী লীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুই মেয়াদে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও দ্বীনের প্রসারে তিনি শহরের আলহাজ্ব সামছুদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয়সহ উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এছাড়া তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর