রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

রমজানের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল রমজান মাস শুরু হবে। তবে রমজান শুরুর সময় ১৪ এপ্রিল ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ রবিবার (২১ মার্চ) এই সময়সূচি গণমাধ্যমে পাঠানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। প্রকাশিত সময় সূচি ঢাকা জেলার ক্ষেত্রে প্রযোজ্য।

kalerkantho

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে জানানো হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর