ফেচকা ঘাট সেতু পিলারে ফাটল ধরায় যান চলাচল বন্ধ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পাঁচবিবি-গোবিন্দগঞ্জ, রংপুর সড়কের ফেচকা ঘাট এলাকার তুলসীগঙ্গা নদীর ওপর ৪২ মিটার দীর্ঘ সেতুর (এলজিইডির আওতাধীন) পিলারের গোঁড়ায় ফাটল দেখা দিয়েছে। এতে সেতু দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রকৌশল বিভাগ ও এলাকাবাসী জানায়, ২০ মার্চ রাতে নদী খনন প্রকল্পের ভেক্যু মেশিন দিয়ে সেতুর নিচে গভীরভাবে মাটি কাটায় এ ঘটনা ঘটেছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি সেতুটি অনেক আগের হওয়ায় ফাটল দেখা দিয়েছে। জানা যায়, জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের অধীনে তুলসীগঙ্গা নদী খনন প্রকল্পের তিনটি ভেক্যু মেশিন দিয়ে শনিবার সন্ধ্যায় সেতুর নিচে তিনটি পিলারের গোঁড়া ঘেঁষে মাটি খনন করে সিমেন্টের ব্লক পানিতে ফেলে দেওয়া হয়। রবিবার বিকালে হঠাৎ পিলারের গোঁড়া ফাটতে শুরু হলে সেতুটি দেবে যায়। ঝুঁকি নিয়ে হালকা যানবাহন চলাচল করলে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ (মুন্না) ও উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রবিবার সন্ধ্যায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ব্রিজটির বড় ধরনের ক্ষতি হলো।’ উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, ‘পিলারের গোঁড়া থেকে মাটি কাটার ফলে পিলারে ফাটল ধরে ব্রিজটি দেবে গেছে।’

নদী খনন প্রকল্পের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, আমি ব্রিজ এলাকায় গিয়ে বলতে পারব। জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, ‘ব্রিজটি অনেক পুরাতন, মাটি কাটার কারণে সেটি ভাঙেনি।’

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর