শিবচরে ১৩ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা উন্মুক্ত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রথম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়নে প্রার্থীদের প্রচার-প্রচারণা উৎসবে রূপ নিয়েছে। মূলত আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত করায় প্রার্থীদের সমারোহে উৎসবের রং ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামে। নির্বাচনে বিএনপি কেন্দ্রীয়ভাবে অংশ না নিলেও বিএনপি প্রার্থীরাও স্বতন্ত্র হিসেবে ভোটযুদ্ধে অংশ নিচ্ছে।

এছাড়াও জাকের পার্টি, ইসলামী আন্দোলনও একাধিক ইউনিয়নে প্রার্থী হয়ে জোরালো প্রচারণায় অংশ নিচ্ছে। মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদেও রয়েছে প্রার্থীদের ছড়াছড়ি। প্রার্থী ও ভোটাররা সকলেই খুশি ভোট নিয়ে এমন উৎসবে। এদিকে আচরণবিধি বজায় রাখতে প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সরেজমিনে জানা যায়, ১১ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন হলেও শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা উন্মুক্ত করা হয়েছে। গত ২৩ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে সর্বসম্মতভাবে প্রার্থিতা উন্মুক্ত রাখার সুপারিশ গৃহীত হয়। বিষয়টি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সভায় তা গ্রহণ করেন।

এরপর থেকেই শিবচর উপজেলাজুড়ে যেন উৎসবের আমেজ বইছে। অসংখ্য প্রার্থী আওয়ামী লীগের কাছে সমর্থন চেয়ে আবেদন করলে ৫৩ জন প্রার্থীকে সমর্থন দিয়েছে সংগঠনটি। ঘরে ঘরে এখন প্রার্থীদের পদচারণ আর প্রতিশ্রুতির ফুলঝুড়ি। প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়ে মাঠে রয়েছেন।

কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি এ নির্বাচনে না আসার কথা বললেও শিবচরে তাদের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মোতাহার হোসেন টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন প্রার্থী ও গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির ৩ জন প্রার্থী নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। প্রার্থীরা নানান রকম প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। বাহারি গানের তালে তালে চলছে প্রচার-প্রচারণা। রাস্তা ঘাট বাজার পাড়া মহল্লা ছেয়ে গেছে পোস্টারে ব্যানারে। প্রার্থীদের সহধর্মিণীরাও প্রচারণায় রয়েছেন সমানতালে। আচরণ বিধি শক্তভাবে বজায় রাখতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনও।

করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষ অবদানের জন্য স্বর্ণপদক পাওয়া সেই আলোচিত পাচ্চর ইউনিয়নের দুইবার এর সফল চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা হাজী মো. দেলোয়ার হাওলাদার বলেন, ‘এবারের নির্বাচনে সবাই অংশ নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। এজন্য ধন্যবাদ পাওয়ার মূল দাবিদার চিফ হুইপ মহোদয়।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশীদ বলেন, ‘এ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীতা উন্মুক্ত করায় স্বাভাবিকভাবেই অনেক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘ইউপি নির্বাচন ঘিরে শিবচরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরমাঝে আচরণ বিধি বজায় রাখতে প্রশাসনের সার্বক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে।’

শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩ জন, মেম্বার পদে ৪১০জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর