ক্ষোভে ছুড়ে ফেলা রোনালদোর আর্মব্যান্ড বিক্রি হলো ৬৩ লাখ টাকায়

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গেল শনিবার সার্বিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। তবে ম্যাচের যোগ করা সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর নেওয়া একটি শট গোললাইন অতিক্রম করলেও সেটিকে গোলের স্বীকৃতি দেননি রেফারি। বিষয়টি নিয়ে বেশ ক্ষীপ্ত হন রোনালদো। দেখেন হলুদ কার্ডও। মাঠ ছাড়ার আগে ক্ষোভে ছুড়ে ফেলেন অধিনায়কের আর্মব্যান্ড।

সেটি কুড়িয়ে নেন সার্বিয়ার ফায়ার সার্ভিস কর্মী ভুকিসেভিচ। তিনি আর্মব্যান্ডটি তুলে দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। তারা রোনালদোর ছুড়ে ফেলা আর্মব্যান্ডটি নিলামে তোলে মঙ্গলবার। টানা তিনদিনের নিলাম শেষে শুক্রবার সেই আর্মব্যান্ডটি বিক্রি হয় ৭.৫ মিলিয়ন সার্বিয়ান দিনার তথা ৭৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যেটা ৬৩ লাখ ৩৯ হাজার ৮৫২ টাকায়।

তবে এই টাকা ব্যয় হচ্ছে একটি মহৎ কাজে। ছয় মাস বয়সী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত এক সার্বিয়ান শিশুর চিকিৎসার পেছনে ব্যয় হবে এই টাকা।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর