রান পাহাড়ে উঠে বাংলাদেশের ইনিংস ঘোষণা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে খেলছে বাংলাদেশ। রান পাহাড়ে উঠে ইনিংস ঘোষণা করেছেন টাইগার দলপতি মুমিনুল হক। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান।

ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির পর আলোক স্বল্পতায় খেলা বেশ আগেভাগেই বন্ধ হয়ে যায়। ফলে ১৫ মিনিট আগেই তৃতীয় দিনের খেলা শুরু হয়। ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে ক্রিজে আসেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দ্রুত রান সংগ্রহে মনোযোগ দেন তারা।

শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকা লিটন ৬৬ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন। এটি তার ক্যারিয়ারের অষ্টম ফিফটি। এর আগে ১২০ বলে ক্যারিয়ারের ২৩তম ফিফটি করেন মুশফিক। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি।

ক্রিজে নেমে সুবিধা করতে পারেননি টেল এন্ডাররা। মেহেদী হাসান মিরাজ ৩ ও তাইজুল ইসলাম ২ রান করে আউট হন। ৪ উইকেট নিয়ে লংকানদের সফলতম বোলার বিশ্ব ফার্নান্দো।

এর আগে ৪৪০ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিন চা বিরতির পর খেলতে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। তবে ১০ মিনিটের মাঝেই আবারো মাঠে ফেরে দুই দল। ম্যাচ আপন গতিতে চললেও আলোক স্বল্পতার কারণে আবারো খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর