ঈদে কোনো প্রতিষ্ঠানেই ৩ দিনের বেশি ছুটি নয়: মন্ত্রিপরিষদ সচিব

আসন্ন ঈদুল ফিতরে তিন দিনের বেশি ছুটির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঈদের তিন দিন বাদে কোনো প্রতিষ্ঠানই অতিরিক্ত ছুটি দিতে পারবে না।’

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকাসহ বড় শহরগুলোতে শর্ত সাপেক্ষে অভ্যন্তরীণ গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে শিগগিরই যে আন্তজেলা চলাচল শুরু হচ্ছে না সে কথাও জানিয়েছেন তিনি।

কাদের আজ বলেন, ‘জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। শহরের ক্ষেত্রেও পরিবহনগুলো শহরের বাইরে যেতে পারবে না।’

ফলে আসন্ন ঈদের ছুটিতে এবার সড়ক, রেল বা নৌপথে রাজধানী ছাড়তে পারছেন না কেউই।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর