ডিএসইতে ১৭৪০ কোটি টাকা লেনদেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শেয়ারবাজারে লেনদেন কমেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৪০ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৩২৯ কোটি টাকা কম। এছাড়া সোমবার ডিএসইতে মূল্যসূচক ও বাজার মূলধন কমেছে। বিশ্লেষকরা বলছেন, কয়েক দিনের উচ্চ লেনদেনের পর এটি স্বাভাবিক কারেকশন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার ৩৭২টি কোম্পানির ৫৪ কোটি ৮৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ১ হাজার ৭৪০ কোটি টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১০৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ৬ হাজার ১৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১৭২ পয়েন্ট নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৮৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৫ লাখ ৬ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি : সোমবার ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-বেক্সিমকো লিমিটেড, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লুব-রেফ, ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিল, প্রগতী ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স এবং ওরিয়ন ফার্মা। ডিএসইতে সোমবার যেসব কোম্পানির শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-ইনডেক্স এগ্রো, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, লুব-রেফ, এস আলম কোল্ড রোল, প্রভাতী ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক এবং খুলনা প্রিন্টিং। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-খান ব্রাদার্স পিপি, মালেক স্পিনিং, ফারইস্ট নিটিং, জেনারেশন নেক্সট, আলিফ ম্যানুফেকচারিং, ড্রাগন সুয়েটার, অ্যাপলো ইস্পাত, সামিট অ্যালায়েন্স পোর্ট, গোল্ডেন সন এবং প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর