করিমগঞ্জে আবারও গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিনু মিয়া আটক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে এবার এক কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ মো. জিনু মিয়া (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রোববার (২০ জুন) সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার গাংগাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জিনু মিয়া করিমগঞ্জ উপজেলার গাংগাইল পাঠানপাড়ার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে করিমগঞ্জ উপজেলার গাংগাইল এলাকায় অভিযান চালায়।

অভিযানে এক কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. জিনু মিয়াকে আটক করা হয়।

এর আগে গত বছরের ২ অক্টোবর ১২ কেজি গাঁজাসহ সে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে আটক হয়েছিল।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর