কোপা আমেরিকা: কোয়ার্টার-ফাইনালে যে যার মুখোমুখি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপের খেলা শেষে কোয়ার্টার ফাইনালের চূড়ান্ত সূচি নির্ধারিত হয়েছে।

কুইয়াবার অ্যারেনা পানতানালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

অপর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লুইস সুয়ারেজের উরুগুয়ে।

বলিভিয়াকে উড়িয়ে দিয়ে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’গ্রুপসেরা আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনার মতোই তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল।

এদিকে তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চতুর্থ হয়েছে ইকুয়েডর। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে‘এ’ গ্রুপে চতুর্থ হয়েছে চিলি।

সে হিসাবে আগামী শনিবার (৩ জুলাই) নিল্তন সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। পর দিন (রোববার) চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এবার ‘বি’ গ্রুপে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে কলম্বিয়া। ‘এ’ গ্রুপে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় প্যারাগুয়ে। ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ পেরু। অন্যপক্ষে সমানসংখ্যক পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ উরুগুয়ে।

সে হিসাবে কোয়ার্টারে পেরু মুখোমুখি হবে প্যারাগুয়ের এবং কলম্বিয়ার বিপক্ষে খেলবে উরুগুয়ে।

আগামী শনিবার (৩ জুলাই) রাত ৩টায় গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে হবে ‘বি’ গ্রুপের পেরু বনাম প্যারাগুয়ের ম্যাচ।

আর ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে পর দিন (রোববার) তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর