বাঙালী কণ্ঠ ডেস্কঃ নীলফামারী-৪ আসনের সাবেক এমপি ও হুইপ শওকত চৌধুরীকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার রাতে ঢাকায় গ্রেফতার হন শওকত চৌধুরী। তাকে সৈয়দপুরে আনা হয়েছে।
ওসি জানান, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার অর্থ লেনদেন সংক্রান্ত দায়ের করা মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি করা হয় রংপুরে।
প্রসঙ্গত শওকত চৌধুরী ৯ম জাতীয় সংসদের জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন। জাতীয় পার্টিতে যুক্ত হওয়ার আগে সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
চলতি বছরের শুরুতে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন শওকত চৌধুরী। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তিনি।