-
- সারাদেশ
- হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
- আপডেট টাইম : August, 16, 2021, 3:42 am
- 38 বার
বাঙালী কণ্ঠ ডেস্কঃ হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং সদর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী এবং চারজন পুরুষ রয়েছে।’
শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. কবীর হোসেন জানান, নিহত ছয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...
Related