১০ দিনের জন্য ৫ হাজার আফগানকে রাখবে আরব আমিরাত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ১০ দিনের জন্য পাঁচ হাজার আফগান নাগরিককে রাখতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় কোনো দেশে যাওয়ার আগে এদের রাখবে আমিরাত। এ কাজ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের অনুরোধে। শুক্রবার (২০ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়, আগামী দিনে মার্কিন বিমানে চড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সংযুক্ত আরব আমিরাত যাবেন আফগানিস্তান ত্যাগকারীরা।

 

সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত আফগানিস্তান থেকে বিমানে এবং বিমানবন্দরে সাড়ে আট হাজার জনকে সরিয়ে নিয়েছে। কাতারের এক কর্মকর্তা জানিয়েছে, আফগানিস্তান থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাহরাইন আফগানিস্তানে উদ্ধার অভিযানে সহায়তার অংশ হিসেবে আফগানদের বহনকারী বিমানগুলোকে দেশে থামতে দেবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর