সাগরে ধরা পড়ল ২৭ কেজি ওজনের ‘কালো পোয়া’

বাঙালী কণ্ঠ ডেস্কঃ এবার টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে পাওয়া গেলো ২৭ কেজি ওজনের পোয়া মাছ। স্থানীদের কাছে মাছটি পরিচিত ‘কালো পোয়া’ নামে।

শনিবার (২১ আগস্ট) ভোরে নাফ নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থল শাহপরীর দ্বীপ এলাকায় নিজের ফিশিং বোট নিয়ে মাছ ধরতে যান মিস্ত্রি পাড়ার শাহ আলম। তার জালেই ধরা পড়ে মাছটি। পরে মাছটি ঘাটে নিয়ে আসা হয়।

শাহ আলম জানান, সমুদ্রে পোয়া মাছ পাওয়া গেলেও এই জাতের এবং এত বড় মাছ খুব একটা পাওয়া যায় না।

জানা যায়, সম্প্রতি সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়ে প্রায় ৭৫ কেজি ওজনের ‘ভোল মাছ’। ৬৫ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই থেকে সাগরে আবার মাছ ধরা শুরু হয়। এরপর থেকেই সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ অন্যান্য নানা জাতের মাছ ধরা পড়ছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর