জাতীয় সংগীত অবমাননা : বগুড়ায় আটক ৫ টিকটকার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও নির্মান করার অভিযোগে বগুড়ায় ৫ জনকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী।
সোমবার দিবাগত রাতে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলো মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আ‌লিফ, মে‌হেদী হাসান অন্তর, আ‌লিফ আহ‌মেদ সুজন, আ‌রিফ আলী। এরা সবাই বগুড়া সদরের বাসিন্দা। মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে কিছু যুবক। ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টিতে আসলে বগুড়া সদর থানার ওসি সে‌লিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়৷ বার্তা পেয়ে সদর থানা পুলিশ সোমবার দিবাগত রাতে পাঁচ যুবককে আটক করে৷
সদর থানার ওসি সেলিম রেজা জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী আটক যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর