১ অক্টোবর ঢাবির আবাসিক হল খুলছে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আগামী ১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী ১ অক্টোবর থেকে মূলত অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সব শিক্ষার্থীকে এখনো টিকার আওতায় আনা সম্ভব হয়নি। আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে। টিকা গ্রহণের শর্তে নভেম্বর থেকে সব শিক্ষার্থীর জন্য হল খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে সন্ধ্যা ৭টার দিকে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্টরা এ সিদ্ধান্ত নেন।

এদিকে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কার্যক্রম চালু ও হল খোলার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, সবকিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো মানে হয় না। এ দাবিতে তার সম্প্রতি নীলক্ষেত মোড় ও ভিসির বাসভবনের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর