ফুলবাড়ীতে পানিবন্দি দুইশ পরিবার, ফসলি জমির ক্ষেত নষ্টের সম্ভাবনা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসীয়া ও ধরলার পানি গত কয়েক দিন ধরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। গত বুধবার দুপুর পর্যন্ত তা স্থির রয়েছে। ফলে উপজেলার চর-জ্যোতিন্দ্র নারায়ণ গ্রামের প্রায় দুইশ পরিবার এখন পানিবন্দি।

এ রিপোর্ট লেখা পর্যান্ত পানিবন্দি পরিবার গুলো কোন ধরনের ত্রান সামগ্রী পায়নি। এ দিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, এখনও ধরলা পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে বারোমাসিয়া ও নীল কমল নদের পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে শত শত বিঘা জমির পাট, আখ, কলা, আউশ ধান, ভুট্টা ক্ষেতের ফসল তলিয়ে গিয়ে ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও জানান, যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। তবে পানিবন্ধি পরিবার গুলোর তালিকা করা হচ্ছে এবং আজ কালের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর