দীপিকার ঝুলিতে আরও একটি আন্তর্জাতিক অর্জন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বলিউড পেরিয়ে হলিউডেও দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। অর্জনের ঝুলিও পূর্ণ করেছেন দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায়। এবার সেই সাফল্যের তালিকায় যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক পুরস্কার। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করলেন তিনি। সম্মানজনক এই পুরস্কারের তালিকায় বারাক ওবামা, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্বজুড়ে অন্যান্য জনপ্রিয়দের নাম রয়েছে।

জানা গেছে, এই পুরস্কারের জন্য সারাবিশ্বের ৩ হাজার গুণীজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে অবদান এত ভালো ছিল যে, সেখান থেকে শীর্ষদের নির্বাচন করা অনেক কঠিন ছিল। তবে দীপিকা কঠোর পরিশ্রমে অভিনয়-ফ্যাশন দিয়ে সারাবিশ্বে সুনাম অর্জন করেছেন। সিনেমার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কাজের সঙ্গেও দীর্ঘদিন জড়িয়ে রেখেছেন নিজেকে। যা এই পুরস্কার জয়ে বিশেষ ভূমিকা রেখেছে। এদিকে শিগগিরই দীপিকাকে দেখা যাবে ‘৮৩’, ‘ফাইটার’, ‘দ্য রিটার্নস’, ‘প্রোজেক্ট কে’, ‘পাঠান’সহ বেশ কয়েকটি সিনেমায়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর